গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যানের যুক্তরাজ্য আগমন উপলক্ষে সংবর্ধনা এবং যুক্তরাজ্যে গাউসিয়া কমিটি গঠন উপলক্ষে আগামী রবিবার (০৩ মার্চ) বিকাল ৩.০০ টায় মেনর পার্কের সুলতান ইন (801 Romford Rd, London E12 6BX) রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হবে।
নূরে-মদিনা ফাউন্ডেশন, (লন্ডন) ইউকের চেয়ারম্যান মাওলানা শফিকুর রহমান বিপ্লবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ কমিশনার।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বৃষ্টল সেন্ট্রাল মসজিদের খতিব হাফেজ মওলানা ইকরাম উদ্দিন। সার্বিক অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা ও ব্যবস্থাপনায় থাকবেন যুক্তরাজ্যে বসবাসরত আপামর সুন্নি জনতা।
উল্লেখ্য, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার এক সংক্ষিপ্ত যুক্তরাজ্যে এসেছেন। এসময় তাঁকে স্বাগত জানান নূরে-মদিনা ফাউন্ডেশন, (লন্ডন) ইউকের চেয়ারম্যান মাওলানা শফিকুর রহমান বিপ্লবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।