ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) প্রেসিডেন্ট, ইউকে বিডি টিভির উপদেষ্ঠা ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান(রেনু) এর পিতা বৃটেনের প্রবীন রেষ্টুরেন্ট ব্যবসায়ী আলহাজ্ব তারা মিয়ার মৃত্যুতে ইউকে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
ইউকে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, কালচারাল প্রোগ্রাম কো অর্ডিনেটর হেলেন ইসলাম, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ও বৃষ্টল বাংলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ইউকে বিডি টিভির ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, ইউকে বিডি টিভি. কমের সম্পাদক কাওছারুল আলম রিটন, ইউকে বিডি টিভি.কমের বার্তা সম্পাদক শাহজাহান মিয়া এক বিবৃতিতে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সাইদুর রহমান(রেনু) এর পিতা আলহাজ্ব তারা মিয়া বুধবার (২১ ফেব্রুয়ারী) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছ’টায় স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) নামাজে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
বাবার মৃত্যু সংবাদে পেয়ে বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বাবার রুহের মাগফেরাতের জন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন ।
উল্লেখ্য মররহুমের গ্রামের বাড়ি রাজনগর থাকার তাঁহার লামু গ্রামে। মৃ্ত্যুকালে তিনি একপুত্র, দুই কন্যা সহ নাতি নাতনি ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।