শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন

মারা গেছেন আলোচিত অভিনেত্রী পুনম পাণ্ডে

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে মারা গেছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন পুনম পাণ্ডে। পুনম পাণ্ডের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ম্যানেজার।

পুনম পাণ্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই দুঃসংবাদটি শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যান্সারে হারিয়েছি।’

ইনস্টাগ্রাম পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গে হতবাক নেটিজেনরা। এমনকি অনেকে প্রশ্ন তুলছেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি, হয়তো কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল।

প্রসঙ্গত, ভারতের কানপুরে জন্ম পুনম পাণ্ডের। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু। ২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুনম। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন।

তবে খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তাঁর গায়ে সেঁটে যায় ‘অ্যাডাল্ট স্টার’ তকমা। পোশাক থেকে অঙ্গভঙ্গি, বিভিন্ন কারণে বারবার তিনি উঠে এসেছেন শিরোনামে। পুনমকে শেষ দেখা গিয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপে’। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102