শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

মুক্তি পাচ্ছে ‘১৯৭১ সেই সব দিন’

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হকের পরিচালনায় এটি মুক্তি পায় গেল বছর ১৮ আগস্ট। অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের এই সিনেমাটি আবারও মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। আগামীকাল শুক্রবার থেকে সিনেমাটি চলবে স্টার সিনেপ্লেক্সে।

সিনেপ্লক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সিনেমাটি যখন প্রথম মুক্তি পায় তখন বেশ সাড়া ছিল। সেসময় অন্যান্য সিনেমা থাকার কারণে এর প্রদর্শন বন্ধ করা হয়। সেসময় দর্শকদের অনুরোধও ছিল। আন্তার্জাতিক মাতৃভাষা দিবসের মাস শুরু হয়েছে। এসব চিন্তা থেকেই সিনেমাটি আবার আমরা প্রদর্শন করছি।

সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই ‘১৯৭১ সেই সব দিন’র গল্প। তারকাবহুল এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক।

লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102