সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হাসপাতালে

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে প্রস্টেটের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার সকালে রাজাকে নির্ধারিত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এর আগে গত সপ্তাহে প্রাসাদ থেকে জানানো হয়েছিলো, রাজা তৃতীয় চার্লস (৭৫) একটি বর্ধিত প্রস্টেটের জন্য  চিকিৎসা করাবেন।

বিবৃতিতে আরো বলা হয়, রাজা তাদের সকলকে ধন্যবাদ জানাতে চান, যারা গত সপ্তাহে তাকে দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভকামনা জানিয়েছিলেন।

এদিকে চার্লসকে শুক্রবার সকালের দিকে রানি ক্যামিলার সঙ্গে লন্ডন ক্লিনিক হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। তবে তিনি কত দিন হাসপাতালে অবস্থান করবেন সে সম্পর্কে প্রাসাদ থেকে কিছু জানানো হয়নি। ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা সাধারণত অসুস্থতার বিস্তারিত তথ্য প্রকাশ করে না। কারণ তারা চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলোকে ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে।

উল্লেখ্য, চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে সিংহাসনে আরোহণ করেন। সূত্র :  রয়টার্স

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102