সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

আওয়ামী লীগ সরকারকে

’চ্যালেঞ্জ’ মোকাবিলা করেই উন্নয়ন কাজ এগিয়ে নিতে হবে

দেওয়ান ফয়সল
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার যে প্রতিজ্ঞা নির্বাচনের পূর্বে জনগণকে দিয়েছেন, তার উপর আস্থা রেখেই বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করেছে।

যার ফলে জনগণের কাছে ওয়াদা পূরণের জন্য সরকারের উপর আরও কঠিন দায়িত্ব অর্পিত হলো। এ দায়িত্ব পূরণ করতে হলে সরকারকে দেশ পরিবাচলনার ক্ষেত্রে শক্ত হাতে হাল ধরতে হবে। বিভিন্ন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

নতুন মন্ত্রী সভা গঠিত হয়েছে। পূর্বের মন্ত্রী সভা থেকে বিভিন্ন অভিযোগের প্রমাণ প্রধানমন্ত্রীর হাতে থাকায় অনেক হেভিওয়েট মন্ত্রীও নতুন মন্ত্রী সভা থেকে বাদ পড়েছেন। যার ফলে বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা আরও বেড়েছে।

এই আস্থা ধরে রাখতে হলে প্রথমত: যারা নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি হয়েছেন, সরকারের উচিত শুরুতেই তাদের বর্তমান স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব, ব্যাঙ্ক ব্যালেন্স, তাদের মধ্যে যারা বিভিন্ন ধরণের ব্যবসায় জড়িত সে সব ব্যবসার খুঁটিনাটি সব তথ্য সরকারের কাছে জমা দেয়া, যাতে ভবিষ্যতে কারও বিরুদ্ধে কোন অভিযোগ উঠলে অতি সহজেই তা খতিয়ে দেখার সুবিধা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া যাবে।

দ্বিতীয়ত: দেশে সন্ত্রাসী তৎপরতা বন্ধের লক্ষ্যে প্রয়োজনে কঠোর আইন প্রণয়ন করে সন্ত্রাসীদের বিষ দাঁত ভেঙ্গে দিতে হবে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ শন্তিতে বসবাস করতে চায়, তাদের শান্তিতে জীবন যাপন করার ব্যবস্থা করতে হবে।

মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী চক্র এক হয়ে একযোগে জনগণের মধ্যে তারা বিভিন্ন ধরণের প্রোপাগান্ডা ছড়িয়ে সরকারের বিরুদ্ধে জনগণের মনে ভয়ভীতি সঞ্চার করার চেষ্টা করবে, জানমালের ক্ষয়-ক্ষতি করার চেষ্টা করবে। নির্বাচনের পূর্বেই আমরা দেখেছি তার প্রমাণ।

‘বাংলাদেশ প্রতিদিন’ প্রত্রিকার খবরে প্রকাশ, গত দেড় মাসে অর্থাৎ নির্বাচনের পূর্বে ২৭০টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও একটি ট্রেনের বগিতে আগুন ধরিয়ে দেয়ার ফলে একটি শিশু সহ তার মা-বাবা আগুনে জ্বলে মৃত্যুবরণ করেছে এবং আরও অনেক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। জনগণের দাবি হচ্ছে, এসব দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

তৃতীয়ত: দেশে নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের এমন ভাবে বেড়েছে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সিলেটে আমার একজন প্রিয় সাংবাদিক এজাজ আহমদের সাথে সম্প্রতি দেশের বর্তমানে মানুষের জীবনযাত্রার বিষয় নিয়ে ফোনে আলাপ করছিলাম, তখন কথা প্রসঙ্গে বললেন, সিলেটের বিভিন্ন অঞ্চলে কৃষক, দিনমজুর সহ নিম্ন অয়ের বেতনভোগী কর্মচারীদের অবস্থা বেহাল।

সংসার চালাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে। উদাহরণ স্বরূপ তিনি বলেন, বাজার গেলে যদি এক হাজার টাকা পকেটে করে নিয়ে যান, তাহলে কোন রকমে দু’দিন চলার মতো শাক-শব্জি, সামান্য মাছ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিয়ে আসতে পারেন। আর যদি মেহমান মোসাফের আসেন, তাহলে তো কথাই নেই। তাদের নিয়ে আনন্দ ফুর্তি করার বদলে তাদের আপ্যায়ন করানোর চিন্তাই মাথায় থাকে বেশি! এ অবস্থা শুধু সিলেটেই নয় বরং পুরো দেশেই। তিনি বলেন, প্রশ্ন হচ্ছে, কৃষক, দিনমজুররা দু’দিনের খরচের জন্য ঐ টাকা রোজগার করবে কিভাবে?

জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাওয়ার কারণ কি? সরকারের হিসেবে তো চাল তেল ডাল সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র প্রচুর পরিমাণে বাজারে আছে। তাহলে এগুলোর সংকট পরার কারণ কি? তিনি এক কথায় উত্তরে বলেন জানেন না, ’সিন্ডিকেট’ এর দাপটের কথা?  সাংবাদিক এজাজ আরও বললেন, দেশে ব্যবসা-বানিজ্য থেকে শুরু করে অফিস আদালত, কলকারখানা অর্থাৎ যে জায়গায়ই কোন কাজে যান, সেখানই ’সিন্ডিকেট’ আধিপত্য বিস্তার করে আছে। শুধু সাংবাদিক এজাজ-ই নন, দেশ থেকে আসা অনেকের কাছ থেকেই এই অভিযোগ শুনছি।

এখন প্রশ্ন হচ্ছে, এসব ’সিন্ডিকেট’ সারা দেশের প্রতিটি সেক্টরে যে ভাবে জাল বুনে রেখেছে, তা কি সরকারের পক্ষে ছিন্ন করা সম্ভব হবে? এ জাল ছিন্ন করতে হলে সরকারকে জনগণের কথা চিন্তা করে, সাহস করে শক্ত হাতে পদক্ষেপ নিতে হবে। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে গরীবের মুখে হাসি ফোটানো কোন মতেই সম্ভব নয়। মনে রাখতে হবে, যে কোন সরকারই হোক না কেন, সাধারণ মানুষই তাদের ক্ষমতার উৎস। সুতরাং এদের বাঁচাতে হতে ’সিন্ডিকেট’ নামক শব্দটি দেশ নিশ্চিহ্ন করার ব্যবস্থা করতে হবে।

চতুর্তত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন থাকা অবস্থায় দেশের যে সমস্থ উন্নয়ন করেছেন যেগুলো দেখে বিশ্বের বিভিন্ন দেশ যে ভাবে বাংলাদেশের উন্নয়নে এবং দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সাহয্যের হাত বাড়িয়ে দিচ্ছে সেদিকে খেয়াল রেখে, বিশেষ করে রাস্তাঘাট, বড় বড় সেতু নির্মাণ সহ অন্যান্য কাজ, সেগুলোর মধ্যে যেগুলো এখনও অসমাপ্ত রয়েছে তা সম্পূর্ণ করে, এরপর অন্যান্য নতুন প্রকল্পের কাজে হাত দিতে হবে। এ কাজগুলোর মধ্যে কন্ট্রাক্টারের কোন কাজে ত্রুটি ধরা পড়লে সাথে সাথে তার বিরুদ্ধে এ্যাকশন নিতে হবে। এসব প্রজেক্টগুলোর মেইন্টেনেন্স ঠিক মতো চালিয়ে যেতে হবে, অন্যথায় কয়েক বছর পরই দেখা যাবে লক্কর-ঝক্কর অবস্থা।

সুতরাং এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্তদের প্রতি কঠোর নজর রাখতে হবে। তাহলেই আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বিদেশী বিনিয়োগকারী দেশগুলোর যে আস্থা রয়েছে তা আরও গাঢ় হবে, তারা আগ্রহী হবে আরও বেশি করে বিনিয়োগ করার। আগামী ৫ বছরে দেশকে যাতে উন্নয়নের একটি পরিপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া যায়, সে ভাবেই কাজ করতে হবে সরকারকে।

পঞ্চমত: বর্তমানে আওয়ামী লীগের ভেতরে যে অন্তর্দ্বন্ধ চলছে তা দলের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে। এসব বন্ধ করতে হলে দেশে-বিদেশে পুরাতন কমিটিগুলো ভেঙ্গে দিয়ে, নতুন-পুরাতন নেতৃবৃন্দের সমন্বয়ে, যারা আওয়ামী লীগের প্রকৃত সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি যাদের আস্থা অবিচল এবং বর্তমান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাবান, তাদেরকে নিয়ে নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করতে হবে। মনে রাখতে হবে, দলের অভ্যন্তরীন কোন্দল মেটাতে না পারলে দলে বহিরাগতদের ঠেকানো যাবেনা, যা আওয়ামী লীগের জন্য ডেকে আনবে ভয়ঙ্কর বিপদ।

  • রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশকে এগিয়ে নিতে হলে বর্তমান আওয়ামী লীগ সরকারের সামনে যে সব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলা করতে হলে, যে মন্ত্রী সভা গঠন করা হয়েছে তাদেরকে বেফাঁস বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কাজ করতে হবে।

এছাড়াও দল থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদেরকে নিজেদের এলাকায় থেকে এলাকার উন্নয়নের জন্য কাজ কতে হবে, জনগণের সাথে মিলে মিশে কাজ করতে হবে, জনগণের দাবিগুলোকে প্রাধান্য দিতে হবে। তাদেরকে মনে রাখতে হবে তারা জনগণের সেবক, এলাকার জনগণই তাদেরকে ভোট দিয়ে এমপি বানিয়েছে এলাকার উন্নয়নের জন্য। তাহলেই আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেকে উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সে লক্ষ্যে পৌছাঁনো সম্ভব।

লেখকঃ দেওয়ান ফয়সল, কলামিষ্ট, সিনিয়র সাংবাদিক ও সদস্য লন্ডন বাংলা প্রেসক্লাব

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102