অল্পের জন্য দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছেন কলকাতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগেছিল তার বাড়িতে। ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লাগে পূজার বাড়িতে। বাড়িতে তখন উপস্থিত ছিলেন পূজা ও তার পরিবার। তবে আগুন লাগলেও, অভিনেত্রী ও তার পরিবারের কোনো ক্ষতি হয়নি।
এই দুর্ঘটনার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লিখেছেন, ‘অল্পের জন্য বেঁচে গিয়েছি। বাড়িতে আগুন লেগে গিয়েছিল। ভগবানের কৃপায় আমি এবং আমার পরিবার এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।’ পূজার পোস্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।
উল্লেখ্য, আপাতত নতুন কাজ নিয়ে ব্যস্ততা পূজা। তাকে আগামীতে দেখা যাবে ক্যাবারে সিরিজে নর্তকী চরিত্রে। আড্ডাটাইমসের নতুন সিরিজ ‘ক্যাবারে’-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিরিজে আরও অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়। ক্যাবারে নর্তকী চরিত্রে পূজার ফার্স্ট লুক দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
নিউজ /এমএসএম