শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

মনোনয়ন ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম সিআইপি

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪০ এই পর্যন্ত দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এম এ রহিম সিআইপি মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে মনোনয়ন ফিরে পেতে বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

সোমবার ১১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে শুনানি শেষে তার আপিল আবেদনটি খারিজ করে দেয় কমিশন।  জানা গেছে, গত ৪ নভেম্বর মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ রহিমের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন-আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিম, জাসদের আব্দুল মছাব্বির, ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির রুহুল আমিন ও মো. আলতাফুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম, ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ুম, এনপিপির আবু বক্কর ও স্বতন্ত্র প্রার্থী সাদেক আহমদ।

জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, মৌলভীবাজার-১ আসনে কাগজপত্রে ত্রুটির কারনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ, মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম এ রহিম সিআইপি, জাকের পার্টি মোহাম্মদ আব্দুল কাইয়ূম, ইসলামী ফ্রন্ট মো: আব্দর রউফ, সাংস্কৃতিক মুক্তিজোট মো: ফাহাদ আলম, স্বতন্ত্র সাদিকুর রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে জাকের পার্টির প্রার্থী মুহিবুর রহমান আজাদ এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ বিষয়ে এম এ রহিম সিআইপি জানান, আগারগাঁও নির্বাচন কমিশনে তার আপিল আবেদনটি খারিজ করে দেয়। তিনি মহামান্য হাইকোর্টে তার প্রার্থীতা ফিরে পেতে আপিল করবেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আশা করি আদালত ন্যায় বিচার করবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102