হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’স্লোগান সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি অধ্যাপক তনুজ রায় এর সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় উপজেলা প্রশাসন সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মুর্শিদ, দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক ফয়জুর রব ফনি, মহিলা বিষয়ক কর্মকর্তা নুশরাত ফেরদৌস, উপজেলা প্রাথমিক শিক্ষা একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বনিক, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত অতিথিগণ সকলের উদ্দেশ্য সচ্চ জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার পরামর্শ দেন বক্তারা।তারা বলেন,যে দেশে যতবেশি দুর্নীতি জালিয়াতি অসৎ আচরণে লিপ্ত সে দেশ ততবেশি অনুন্নত। তাই একটি দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সকলকে দুর্নীতির বিরুদ্ধে রোখে দাঁড়াতে হবে।