মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

নির্বাচনী আচরণবিধি মেনে

প্রটোকল বিহীন গোপালগঞ্জ সফরে প্রধানমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ এই পর্যন্ত দেখেছেন

নির্বাচনী আচরণবিধি মেনে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ জেলা গোপালগঞ্জে দুদিনের ব্যক্তিগত সফর শেষ করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, নির্বাচনী আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী তার নিজ জেলা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফর করেছেন।

ইমরুল কায়েস বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌ শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়া যান। বঙ্গবন্ধুকন্যা আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সরকারি প্রোটোকল ছাড়াই ঢাকা থেকে গোপালগঞ্জ সফরে আসেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিগত গাড়িতে করে গোপালগঞ্জ যান। বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় পৌঁছার পরপরই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।শুক্রবার বিকেলে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সমাধিতে দোয়া ও ফাতেহা পাঠ করেন। পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি থেকে হেঁটে টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে যান। সুত্র বাসস

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102