জোয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ লেখক ও গবেষক এবং বহু গ্রন্থ প্রণেতা আল্লামা আমিনুর রহমান (রহ) ‘র প্রথম ওফাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জোয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক ও বর্তমান ছাত্রদের উদ্যোগে বৃহস্পতিবার (০৭ই ডিসেম্বর) খতমে কুরআন ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এতে মিলাদ, কিয়াম এবং মুনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মঈন উদ্দীন।
এতে মাদরাসার বর্তমান ছাত্রসহ উপস্থিত ছিলেন মাওলানা রফিক, মাওলানা আবু তালেব, মোহাম্মদ আতাউর রহমান রাফি, হাফেজ মাওলানা সাজ্জাদ, মাওলানা টিপু সুলতান প্রমুখ।