দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ দিনে মৌলভীবাজারে ৪টি আসনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৩২ জন প্রার্থী।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) মোট ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগ থেকে ৪ বারের সাবেক এমপি, পরিববেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ ও মো: ময়নুল ইসলাম এবং তৃণমূল বিএনপির মোঃ আনোয়ার হোসেন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মোঃ আব্দুল মতিন, জাসদের মোঃ বদরুল হোসেন, তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন, জাতীয় পার্টি ২ জন আব্দুল মালিক ও এডভোকেট মোঃ মাহবুবুল আলম শামীম, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আছলাম হোসাইন রাহমানী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে এনামুল হক মাহতাব, বিকল্প ধারার মোঃ কামরুজ্জামান সিমু।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সদস্য এম এ রহিম সিআইপি, জাসদ থেকে আব্দুল মোসাব্বির, ওয়ার্কাস পার্টি তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির ২ জন রুহুল আমিন ও মোঃ আলতাফুর রহমান, জাকের পার্টির মোঃ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মোঃ আব্দুর রউফ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ ফাহাদ আলম, এনপিপির মোঃ আবু বকর, স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগ থেকে ছয় বারের সংসদ সদস্য সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, জাতীয় পার্টির মোঃ মস্তান মিয়া, ইসলামি ঐক্যজোটের মোঃ আনোয়ার হোসাইন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের আব্দুল মুহিদ হাসানী, জাকের পার্টির মুহিবুর রহমান আজাদ, স্বতন্ত্র প্রার্থী মোঃ নজরুল ইসলাম।
নিউজ /এমএসএম