আমি বিদ্রোহী প্রার্থী নয়, আওয়ামীলীগের ডার্মি প্রার্থী হিসাবে নির্বাচন করতে চাই। মনে করেন আমি ডামি প্রার্থী। এই কথা বলেন, হবিগঞ্জ-১ আসনের বর্তমান এমপি গাজী শাহ নওয়াজ মিলাদের পিএস ও আপন ছোট ভাই কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য গাজী মোহাম্মদ শাহেদ।
তিনি বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান জনগনের চাপে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। যেহেতু শেখ হাসিনা ওপেন করে দিয়েছেন তাই জনপ্রিয়তা যাচাই করে দেখবো।
স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ বলেন- প্রধানমন্ত্রী নির্বাচন অংশগ্রহণমুলকঘ লক করতে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থী হতে উৎসাহ দেয়ায় আমি প্রার্থী হয়েছি, দলের সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় এবং মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশনা আসে অবশ্যই আমি মনোনয়ন প্রত্যাহার করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন- আওয়ামী লীগের ডামি প্রার্থী হয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তিনি বলেন আমার বাবা ফরিদ গাজী এই আসনের তিনবারের সংসদ সদস্য এবং আমার আপন বর ভাই মিলাদ গাজী এই আসনের বর্তমান এমপি। আমাকে বিদ্রোহী প্রার্থী মনে করবেন না আমি আওয়ামীলীগের ডামি প্রার্থী মনে করতে পারেন।