অধিকৃত পশ্চিম তীরে এক অভিযানে ৪০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলী বাহিনী। হামাসের নেতাদের ধরার নামে চালানো এই অভিযানে আকবাত জাবর শরণার্থী শিবিরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
চলমান হামাস-ইসরায়েল সংঘাতে এ পর্যন্ত শুধু পশ্চিম তীরে ৫৩ জন নিহত হয়েছে। গ্রেপ্তারকৃত ফিলিস্তিনিদের মধ্যে কয়েকজন প্রকৃত হামাস নেতাও রয়েছে। খবর আল-জাজিরার।
আটক হওয়া ফিলিস্তিনিদের স্বজনরা উদ্বিগ্ন। কারণ ইতোমধ্যে ইসরায়েলি রাজনীতিবিদরা বলেছেন, তারা কারাগারের ভিতরে বন্দীদের বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দিতে চায়।
শনিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক সপ্তাহ আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে ৭২৪ শিশু এবং ৪৫৮ নারীসহ ২ হাজার ২১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, গাজায় আরও ৮ হাজার ৭১৪ জন নাগরিক আহত হয়েছেন এবং বিভিন্ন মাত্রায় আঘাত পেয়েছেন। আহতদের মধ্যে ২ হাজার ৪৫০ শিশু এবং ১ হাজার ৫৩৬ জন নারী রয়েছেন।
নিউজ /এমএসএম