ওয়াল্ড এলায়েন্স অব বুড্ডিস্ট এর আয়োজনে ভারতের কালিম্পং এ ৪র্থ আন্তর্জাতিক বুড্ডিস্ট ধর্মসভায় যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ১৫ জনের একটি প্রতিনিধি দল ১২ অক্টোবর (বৃহস্পতিবার) ভারতের কলিম্পং এর উদ্দেশ্যে যাত্রা করেছেন।
অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি প্রতিনিধিদল কলিম্পং, দার্জিলিং, সিকিম সহ বিভিন্ন বৌদ্ধিক নিদর্শন পরিদর্শন করে আগামী ১৯ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
প্রতিনিধি দলে সদস্যবৃন্দরা হচ্ছেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর প্রধান পৃষ্ঠপোষক, লায়ন্স সাবেক জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া, যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, সহ-সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, সহ-সাংগঠনিক সম্পাদক প্রনব বড়ুয়া, বান্দরবান অঞ্চলের সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক হিতোষ ময় বড়ুয়া, মে মে ঈ, সুক্রাচিং, মায়িটিং, বিউটি বড়ুয়া, পিয়াল বড়ুয়া, সুজন বড়ুয়া, রিতু বড়ুয়া।