আফগানিস্তানকে হারানোর পর বিশ্বকাপে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তবে এই হারের সঙ্গে সাকিব আল হাসানকে নিয়ে দুশ্চিন্তায়ও পড়তে হচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন তিনি। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি টাইগার অধিনায়ক।
সাকিবের জায়গায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের সহকারী অধিনায়ক নিশ্চিত করেন, সাকিব দ্রুত সময়ের মধ্যে তার চোটের জন্য স্ক্যান করতে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।
নিজের ব্যাটিং ইনিংস চলাকালেই মাসল ক্র্যাম্প (মাংসপেশীতে টান) পড়েছিল তার। এরপরেই মূলত ম্যাচের গিয়ার চেইঞ্জ করতে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে চেয়েছিলেন সাকিব। তাতে কিছুটা সফল হলেও ইনিংসটাকে লম্বা করতে পারেননি। বোলিং করতে এসে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের বোলিং কোটা পূরণ করেন। ফিল্ডিং করতে গিয়েও নিজের চেনা জায়গা ছেড়ে স্লিপে দাঁড়িয়েছিলেন টাইগার ক্যাপ্টেন।
সবমিলিয়ে ম্যাচ চলাকালেই টের পাওয়া গিয়েছিল, সাকিব কিছুটা সমস্যায় ভুগছেন। একপর্যায়ে মাঠ ছেড়েও চলে যান তিনি। ম্যাচ শেষে সহ-অধিনায়ক নাজমুল শান্তর কথায় নিশ্চিত হওয়া গেল সাকিবের অবস্থান।
তামিম ইকবালকে বিশ্বকাপের দলে না নেয়ায় এর আগে বিস্তর বিতর্ক হয়েছে। তার মধ্যে দলের ফল হতাশ করছে সমর্থকদের। এ বার তাতে যোগ হয়েছে শাকিবের চোট। সব মিলিয়ে বিশ্বকাপে ভাল অবস্থায় নেই বাংলাদেশ।
নিউজ /এমএসএম