মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ‘মুজিব-একটি জাতির রুপকার’ সিনেমা প্রদর্শন

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৫ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে স্থানীয় একটি সিনেমা হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব-একটি জাতির রুপকার’ চলচ্চিত্রের শুভ উদ্বোধন করেন আব্দুস শহীদ এমপি।

শুক্রবার (১৩ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলায় ভিক্টোরিয়া সিনেমা হলে সকাল সাড়ে ১১টায় চলচ্চিত্রের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো:আব্দুস শহীদ এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ কুমার দেব বেভুল, সাধারণ সম্পাদক জগৎযোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক, এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক, বেলায়েত হোসেন, ছালিক আহমেদ, সদস্য মহসিন মিয়া, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বদরুল হক, তৌহিরুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, নুরুল আমিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সহ-সম্পাদক ক্রীড়া ও সাংস্কৃতিক মোঃ মামুন আহমেদ, যুবলীগের দপ্তর সম্পাদক  আব্দুল বারী বেলাল, সাবের আহমেদ সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, গতকালব বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত সিনেমাটির প্রিমিয়ার শো দেখছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিমিয়ার শো দেখার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির শুভমুক্তি ঘোষণা করে বলেন, ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় জাতি জানতে পারবে ‘মুজিব- একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের মাধ্যমে।

১৩ অক্টোবর সারা দেশে ১৫৩ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়ছে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) ভারতে মুক্তি পাবে সিনেমাটি।

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়াসহ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102