শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রটোকল বিহীন গোপালগঞ্জ সফরে প্রধানমন্ত্রী মওলানা আমিনুর রহমান (রহ)’র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে গ্রেফতার ০৯ জন লীলা নাগকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’ মৌলভীবাজার জেলার সকল ওসিকে একযোগে বদলি বিশৃঙ্খলা রোধে সকলকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জলবায়ু উপযোগী প্রাণিসম্পদ উৎপাদনে গবেষণা কেন্দ্র স্থাপন করছে সরকার—- শ ম রেজাউল করিম সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার আশ্বাস আওয়ামী লীগের বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে নবনিযুক্ত চার রাষ্ট্রদূত কমিউনিটির সর্বোচ্চ স্বেচ্ছাসেবী হিসাবে স্বীকৃত কে এম আবুতাহের

হুয়াওয়ে ডেটা সেন্টার সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৫৩ এই পর্যন্ত দেখেছেন
হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ারডিপার্টমেন্টসম্প্রতি হুয়াওয়ে ডেটা সেন্টার সিম্পোজিয়াম: পাওয়ারিংদ্য ফিউচার অব ডিজিটাল ফাইন্যান্স অ্যান্ড এন্টারপ্রাইজেস শীর্ষক দুই দিনের এক ইভেন্টের আয়োজন করেছে। সিম্পোজিয়ামে ৬০ জনেরও বেশি স্বনামধন্য ব্যাঙ্ক প্রতিনিধি এবং ১৫০ জন এন্টারপ্রাইজ গ্রাহকসহইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিবিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অত্যাধুনিক ডেটা সেন্টার সল্যুশন্স এবং তথ্যযোগাযোগ প্রযুক্তির (আইসিটি)রূপান্তরকারী সম্ভাবনা সম্পর্কে বাংলাদেশি গ্রাহকদের মধ্যে জ্ঞানেরবিস্তার ঘটাতে এবং সচেতনতা তৈরি করতে গ্রাহক-কেন্দ্রিকসিম্পোজিয়ামটি অত্যন্ত গুরুত্ব বহন করে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিজনেস ডিপার্টমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর লিয়াং উইক্সিং (জ্যাক), এবং এপিএসি ডিজিটাল পাওয়ার পার্টনার অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর পার্টনার ডেভেলপমেন্ট ডিরেক্টর লিউ জিনপিং (জিমি)।

হুয়াওয়ে’র সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিজনেস ডিপার্টমেন্টেরডেটা সেন্টার অ্যান্ড ক্রিটিক্যাল পাওয়ার ফ্যাসিলিটি এর ল্যুশন ম্যানেজার মোহাম্মদ গোলাম কাওসেন (খোকন), হুয়াওয়ে’র ডেটাসেন্টার সল্যুশন্স উপস্থাপন করেন, যার মধ্যে রয়েছে মড্যুলার অ্যান্ডপ্রিফেব্রিকেটেড ডেটা সেন্টার, স্মার্ট ক্রিটিক্যাল পাওয়ার সাপ্লাই সল্যুশন, স্মার্ট কুলিং সল্যুশন, স্মার্ট ডিসি ম্যানেজমেন্ট সিস্টেম ডিসিআইএম+এবং বাংলাদেশে ডেটা সেন্টার কেস শেয়ারিং

ইভেন্টে অংশগ্রহণকারীদের ইন্ডাস্ট্রির প্রফেশনাল বা পেশাদারদের কাছ থেকে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে প্রত্যেকে নিজেদের কর্মক্ষেত্রেঅভিজ্ঞতা শেয়ার করেঅনুষ্ঠানের দ্বিতীয় দিনে কলোসিটি লিমিটেডএর চিফ মার্কেটিং অ্যান্ড সেল্‌স অফিসার মোহাম্মদ আল ফাউদ তার মূল্যবান বক্তব্য দেনএরপর বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চকাউন্সিল (বিএআরসি) এর প্রজেক্ট ম্যানেজার বিদ হোসেন চৌধুরীহুয়াওয়ের পণ্য সল্যুশন্স নিয়ে তার সন্তুষ্টি এবং ইতিবাচক অভিজ্ঞতাকথা তুলে ধরে

হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিজনেস ডিপার্টমেন্ট এরম্যানেজিং ডিরেক্টর লিয়াং উইক্সিং (জ্যাক), বলেন, “গত কয়েক বছর ধরে, হুয়াওয়ে বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে স্মার্ট গ্রিন পাওয়ার সল্যুশন সরবরাহ করার জন্য চেষ্টা করছে। আমাদের ডেটা সেন্টার টিম বাংলাদেশকে দক্ষ ডেটা সেন্টার হিসেবে তৈরি করতে   উচ্চমানসম্পন্নসল্যুশন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের বাজারে আমাদের সর্বাধুনিকডেটা সেন্টার প্রোডাক্ট অ্যান্ড সল্যুশন্স আনতে পেরে আমরা আনন্দিতআমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বাংলাদেশ এর নাগরিকরা আমাদের ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের সূচনা করে আইসিটির পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে।”

ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য প্রতিদিন তিনটি করে র‌্যাফেল ড্রএর আয়োজন করা হয়। অতিথিদের মধ্যে মতবিনিময় এবং একটি জমকালো নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102