চলতি বছর সারাদেশে ৩২ হাজার ৪০৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। রাজধানীতে পূজা মণ্ডপের সংখ্যা ২৪৪টি বলে বৃহস্পতিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি সূত্রে জানা গেছে।
আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উৎসব উপলক্ষে শুক্রবার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা কমিটির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে শারদীয় দুর্গোৎসবের বিস্তারিত তুলে ধরা হবে।
একই দিন সকাল ১০টায় সারা দেশ থেকে আগত প্রতিযোগীদের নিয়ে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা-২০২৩ চূড়ান্ত পর্ব শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার জানান, সারাদেশে গত বছর ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরে পূজার সংখ্যা ছিল ২৪১টি, যা ২০২১ সালের চেয়ে ৬টি বেশি। ২০২১ সালে সারা দেশে দুর্গাপূজার সংখ্যা ছিল ৩২ হাজার ১১৮টি।
নিউজ /এমএসএম