অবরুদ্ধ গাজা উপত্যকায় ষষ্ঠ দিনের মতো মুহুর্মুহু বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সময় যত গড়াচ্ছে ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে গাজায় নিহতের সংখ্যা সাড়ে তেরশ ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা এক হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬ হাজার ৪৯ জন।
অন্যদিকে ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় প্রায় এক হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ।
গত শনিবার ইসরায়েলে হঠাৎ হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার প্রথম কয়েক মিনিটে ইসরায়েলের দিকে হাজার হাজার রকেট ছুড়েছে হামাস। হামাসের এই হামলার জবাবে আজ ষষ্ঠ দিনের মতো গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
নিউজ /এমএসএম