পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সহধর্মিণী ঠাকুরগাঁও জেলার পুনাকের নবাগত সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারীকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ অক্টোবর) পুলিশ লাইন্সের পুনাকের সভানেত্রী কার্যালয়ে নবাগত সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী ফিতা কেটে প্রবেশ করলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পুলিশ নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছাঃ লিজা বেগম । এছাড়াও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা রায়, সহ সভানেত্রী মোছাঃ শারমিন আক্তারসহ পুনাকের অন্যান্য সদস্য ও নারী পুলিশ সদস্যরা।
পরে নবাগত সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী পুলিশ লাইন্সস্থ বাগানে ফলক উন্মোচন করেন এবং সৌন্দর্য বর্ধনে একটি কাঠ গোলাপ গাছের চারা রোপণ করেন।