মৌলভীবাজারে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩’। এ উপলক্ষে জেলা প্রশাসন মৌলভীবাজার আয়োজন করে আলোচনা সভা, জাতীয় পর্যায়ে বিজয়ী জেলার শিশুদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সোমবার (১০ অক্টোবর) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা, জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক ও গবেষক আকমল হোসেন নিপু, খেলাঘর কেন্দ্রীয় কমিটির শাহাদাৎ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি এবং সুন্দর আগামী প্রতিষ্ঠার কারিগর। তাই বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা। শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। শিশুর প্রাপ্য অধিকার নিশ্চিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ সকলের দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত জরুরি।