শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নে “ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি সমাবেশ’।
সোমবার (৯ অক্টোবর) সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব হিমাদ্রী দেবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা মৎসজীবীলীগের সভাপতি আশিকুর রহমান, শিক্ষিকা জয়শ্রী পাল শিপ্রাসহ পরিষদ সদস্য সদস্যা ও স্থানীয় এলাকাবাসী।