শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

পঞ্চগড় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৭৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার (৮ অক্টোম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 সভাপতির বক্তব্যে স্থায়ীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আজাদ জাহান জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
গত বছরের  নৌকা ডুবিতে ৭২ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে বলেন, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে গত বছরের মহালয়ার দিনের মত এবার যাতে কোন বিশৃঙ্খলা বা দূর্ঘটনা না ঘটে এজন্য ব্যবস্থা নেয়া হয়েছে।
সভায় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা আইন শৃংঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন, পঞ্চগড় জেলার ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভায় এবার শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। তিন ভাগে এসব পূজা মন্ডবকে নিরাপত্তা দেয়া হবে। র‌্যাবের ষ্টাইকিং ফোর্স, বিজিবির ষ্টাইকিং ফোর্স ছাড়াও পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশরা দায়িত্ব পালন করবে। এদেরকে সহযোগিতা করবে স্থানীয় পূজা মন্ডমের কমিটির সদস্যরা।
সভায় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল যুবায়েদ হাসান, সিভিল সার্জন ডা. মো. মোস্তফা জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, দেবীগঞ্জ পৌর সভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবধন বর্মন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য রাখেন।
সভায় মাদক, মোবাইলের মাধ্যমে জুয়া খেলা, ছিঁচকে চোরের উপদ্রব, ডেঙ্গু থেকে সাবধানতা অবলম্বন, সামজিক অবক্ষয়, সড়ক নিরাপত্তা, নিরাপদ খাদ্য, দ্রব্য মূল্য ও বাজার মনিটরিং, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা প্রতিহত করা, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা, বিভিন্ন গ্রামীণ হাট বাজারগুলোতে পাহারাদার নিয়োগ দেয়ার জন্য কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সকল উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102