সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরের জামান চৌধুরীর বিদায় জনিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদের কনফারেন্স হলে এবিদায় সংবর্ধনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ছাতক সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল গনি, আনোয়ার হোসেন, কামাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল প্রমুখ।
সভায় ছাতক উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।নিউজ /এমএসএম