রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ছাতক প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৫৮ এই পর্যন্ত দেখেছেন
ছাতক প্রেসক্লাবের এক জরুরি সভা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় এ সভায় ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের বিরুদ্ধে সাংবাদিক নামদারি একটি চক্রের অব্যাহত ষড়যন্ত্র ও অপপ্রচার করায় সভায় তাদের এসব কর্মকান্ডে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, হামিদুর রহমান বাবলু, সদস্য আমিনুল ইসলাম আজির, তমাল পোদ্দার, হাবিবুর রহমান নাসির প্রমুখ। এসময় সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, ফয়ছল আহমদ, আমীর আলী, সেলিম মাহবুব, শংকর দত্ত, সুজন তালুকদার, আবু বক্কর সিদ্দিক চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে ছাতক থানায় যান সকল সাংবাদিকবৃন্দ। থানায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক ও অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে ছাতকে হলুদ সাংবাদিকতা ও সাংবাদিক নামধারী কতিপয় ব্যক্তির দালালী ও চাদাবাজি নিয়ে ব্যাপক আলোচনা হয়। অফিসার ইনচার্জ বলেন, চাদাবাজি ও অপসাংবাদিকতার বিষয়ে তিনি সচেতন আছেন। তিনি ছাতকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102