বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যকের আয়োজনে বৌদ্ধদের ঐতিহ্য ও পবিত্রতম দিন শুভ মধু পূণিমায় বিশ্বশান্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হোয়ারাপাড়া হরগোবিন্দ বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধূমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির সভাপতি, সম্যকের উপদেষ্টা লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগরের সভাপতি ডাঃ অনিল কান্তি বড়ুয়া।
সম্যক রাউজান শাখার সভাপতি উচ্ছ্বাস বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অন্তু বড়ুয়ার পরিচালনায় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন হরগোবিন্দ বৌদ্ধ বিহারের তত্ত্বাবধায়ক আশু বড়ুয়া, সম্যকের সহ-সভাপতি শুভ বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক হৃদিতা বড়ুয়া, অর্থ সম্পাদক পল্লব বড়ুয়া, প্রচার সম্পাদক অন্তর বড়ুয়া, সহ প্রচার সম্পাদক আপন বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক আপন বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক তৃষা বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক মনিষা বড়ুয়া মম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিষা বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক নন্দিতা বড়ুয়া, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক তুহিন বড়ুয়া। এছাড়া হরগোবিন্দ বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।।