স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে আইনি প্রক্রিয়া মোকাবিলা করতে হবে। সেজন্যই তার পরিবারের আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে মতামত চাওয়া হয়েছে।
শনিবার( ৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আইডিইবির এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মানবিক কারণে নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে সাজা হয়েছে। যা আইনি প্রক্রিয়ায় হয়েছে। এখন তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে অবশ্যই আদালত কিংবা আইনি প্রক্রিয়া শেষ করে যেতে হবে।
নিউজ /এমএসএম