ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দুইটায় দায়িত্ব নিচ্ছেন অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান।
এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএমপি। ডিএমপি হেডকোয়ার্টার্স এর ভেতরে প্রস্তুত করা হয়েছে গার্ড অব অনারের মঞ্চ।
টুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের সেখানকার বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
সেখানে আজ তার শেষ কর্ম দিবস। সকালেই সকল সকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে বিদায়ের প্রস্তুতি নিয়েছেন তিনি।
এদিকে বিদায়ী কমিশনার গোলাম ফারুককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চলছে আয়োজন। রেওয়াজ অনুযায়ী ফুল দিয়ে সাজানো হচ্ছে তার গাড়ি।
পুলিশ সদস্যরা ফুলে মোড়ানো রশি ধরে টেনে গাড়িসহ তাকে ডিএমপি হেডকোয়ার্টার্স এর বাইরে বের করবেন।
নিউজ /এমএসএম