মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে ভারতীয় হাই কমিশনারকে ঘিরে ফেলল বিচ্ছিন্নতাবাদীরা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারবিক্রম দোরাইস্বামীর ওপর চড়াও হয়েছেন এবার খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডে গুরুদ্বারে প্রবেশে গতকাল শুক্রবার দোরাইস্বামীকে বাধা দিয়েছেন খালিস্তান সমর্থকরা।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু খালিস্তানি সমর্থক হঠাৎ বিক্রম দোরাইস্বামীকে ঘিরে ফেলে। গুরুদ্বারে যাওয়ার সময় তার পথ আটকানো হয়। এই নিয়ে তোলপাড় শুরু হয় সেখানে। শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারত-কানাডার মধ্যে চলা চরম উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে, দুই ব্যক্তিকে হাইকমিশনারের পার্কিং এলাকার কাছে দেখা যায়। এর মধ্যে একজন দোরাইস্বামীর গাড়ির দরজা খোলার চেষ্টা চালায়। এরপর দোরাইস্বামীর গাড়ি সেখান থেকে চলে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গুরুদ্বার ম্যানেজিং কমিটি ভারতীয় হাই কমিশনারকে আমন্ত্রণ জানায়। আরেক ভিডিওতে দেখা যায়, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা গুরুদ্বারের ম্যানেজিং কমিটির কর্মীদেরও হুমকি দিচ্ছে।

এ ঘটনায় ভারত সরকার এখন পর্যন্ত কোনো মন্তব্য জানায়নি। সূত্র জানিয়েছে, এ ঘটনায় পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102