মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন

বিয়ে করছেন পূজা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১ এই পর্যন্ত দেখেছেন

বলিপাড়ায় বাজছে বিয়ের সানাই। একের পর এক অভিনেত্রী সাত পাকে বাঁধা পরছে। এরই মধ্যে ঘটা করে হয়ে গেলো অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে। এবার বিয়ের সানাই বাজতে চলেছে অভিনেত্রী পূজা হেগড়ের।

বলিপাড়ায় শোনা যাচ্ছে, মোটামুটি সব কিছুই নাকি তৈরি। খুব শিগগিরই নাকি নিজের বিয়ের খবর সবার সামনে আনবেন পূজা।

বেশ কিছুদিন ধরেই নাকি মুম্বইবাসী এক ক্রিকেটারের সঙ্গে মেলামেশা করছেন পূজা। তার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এ অভিনেত্রী। তবে বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। কে এই ক্রিকেটার তাও ফাঁস করছেন না কেউ।

এদিকে সিনেমার কেরিয়ারে এখনও পর্যন্ত খুব একটা সফল নন পূজা। হৃতিকের সঙ্গে মহেঞ্জোদারো ছবি থেকেই বলিউডে পা রাখেন তিনি। এর পর ‘সার্কাস’, ‘বিস্ট’ ছবিতেও দেখা যায়। এমনকি, সালমানের সঙ্গে জুটি বেঁধে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতেও দেখা গিয়েছিল পূজাকে।

পূজা হেগড়ের মন চুরি করেছেন কেই সেই জনপ্রিয় ক্রিকেটার? এ নিয়ে কেউ মুখ না খুললেও বাতাসে ভাসছে ভারতের জাতীয় ক্রিকেট দলের ডানহাতি টপ অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের নাম। তবে শিগগিরই গুঞ্জনে পানি ঢালবেন এ অভিনেত্রী। তাই নাম জানতে অপেক্ষা করতেই হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102