শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

জানালেন আইনমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত শিগগিরই

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া, না দেওয়ার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি প্রার্থনা করে করা আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিগগিরই যাচাই-বাছাই করে খালেদা জিয়ার ভাইয়ের আবেদনটি নিয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।’

আনিসুল হক বলেন, ‘এর আগে ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আবেদনেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার বিষয়টি উল্লেখ ছিল।

খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবারও আবেদন করেছেন তারর ভাই শামীম ইস্কান্দার। গত সোমবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে এ আবেদন করেন। তার ওই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে গেছে।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। গত ৯ আগস্ট এ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এর আগে গত ১২ জুন তিনি এই হাসপাতালে এসেছিলেন। ওই সময় পাঁচ দিন তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদ্‌রোগে ভুগছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102