প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ওয়াশিংটনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর আবাস্থল রিটজ কার্ল্টন হোটেলে মঙ্গলবার বিকেল ৪ থেকে রাত ৮ পর্যন্ত এ সাক্ষাৎ চলবে ।
অন্যদিকে আগামী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, ম্যারিল্যান্ড স্টেট আওয়ামী লীগ এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। জন্মদিনের অনুষ্ঠান হলিডে ইন এক্সপ্রেস, ৬৪০১ ব্রান্ডন এভিনিউ, স্প্রিংফিলড, ভার্জিনিয়া ২২১৫০ এ সন্ধ্যা ৭ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ এমপি।
নিউজ /এমএসএম