মৌলভীবাজারের কৃতি সন্তান বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. খলিলুর রহমান আর নেই। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজারের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
তিনি ছিলেন শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের সাবেক ডিন, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় সিলেটের সাবেক উপাচার্য, শাহজালাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলার, বাহারমর্দান জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য। মৌলভীবাজার সদরের বাহারমর্দন এলাকার নিবাসী ড. খলিলুর রহমান সদ্য প্রয়াত মৌলভীবাজার সদর উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মেজর(অব:) খালিদুর রহমানের বড়ভাই। মেজর(অব:) খালিদুর রহমান গত সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের সময় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
তিনি ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ১৯৬৫ সালে ইন্জিনিয়ারিং পাস করেন, তখনো “বুয়েট” নামাকরণ হয়নি। এরপর ইঞ্জিনিয়ার মেজর খালিদুর রহমান পাকিস্তান মিলিটারী ইন্জিনিয়ারিং কোরে যোগদান করেন। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর রাস্তার নাম কারাকোরাম হাইওয়ে। রাস্তাটি পাকিস্তান থেকে চীনের উইঘর জিনজিয়াং প্রদেশে গিয়েছে। পর্বতের উপর দিয়ে নির্মিত এই রাস্তাটির সর্বচ্চো উচ্চতা ১৫০০০ হাজার ফুট। অনেকে এই রাস্তাটিকে পৃথিবীর অষ্টম আশ্চর্যও বলে থাকেন। সেই রাস্তা নির্মাণের ইন্জিনীয়ারদের একজন ছিলেন মেজর খালেদ। তাঁর এই অবদানের জন্য সেই রাস্তার একটি ব্রীজের নামাকরণ হয়েছে ‘ক্যাপ্টেন খালেদ ব্রীজ’। তখন তিনি পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন ছিলেন।
স্বল্প সময়ের ব্যবধানে দেশের খ্যাতীমান দুই সহোদরকে হারিয়ে স্বজনরা বাকরূদ্ধ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরহুমদের আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরুধ করা হয়েছে।
নিউজ /এমএসএম