নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। ২০ রান করার আগেই এক উইকেট হারাতে হয়েছে তাদের।
মুস্তাফিজের হাত ধরে প্রথম সাফল্য পেয়েছে বাংলাদেশ। কিউই ওপেনার উইল ইয়ংকে ফিরিয়েছেন তিনি। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার।
পরে নিজের করা চতুর্থ ওভারে এসে নিলেন আরো এক উইকেট। মুস্তাফিজের বলে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন।
কানায় লেগে ওঠা ক্যাচটি ঝাঁপিয়ে উঠে ধরেছেন স্লিপে থাকা সৌম্য। মুস্তাফিজের জোড়া আঘাতের পরই নিউজিল্যান্ড শিবিরে আঘাত হেনেছেন খালেদ আহমেদ।
অভিষেক ম্যাচে নিজের প্রথম ওভারে তুলে নিয়েছেন চ্যাড বসের উইকেট। তিনি সাজঘরে ফেরার আগে ১৯ বলে ১৪ রান করেছেন।
পর পর তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.২ ওভারে তিন উইকেট হারিয়ে ৬১ রান করেছে কিউইরা।
আজকের ম্যাচে দুটি পরিবর্তন আছে বাংলাদেশ একাদশে। তানজিম হাসানের জায়গায় খেলানো হচ্ছে হাসান মাহমুদকে। বাদ পড়েছেন উইকেটকিপার নুরুল হাসান।
দলে নেয়া হয়েছে পেসার খালেদ আহমেদকে। ওয়ানডে অভিষেক হচ্ছে তাঁর। আগের ম্যাচে ৪ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামলেও আজ বাংলাদেশ খেলছে ৫ জনকে নিয়েই।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নাসুম আহমেদ, খালেদ মাহমুদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলাস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ শোধি, কাইল জেমিনসন, লকি লার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
নিউজ /এমএসএম