রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

ছাতকে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬ এই পর্যন্ত দেখেছেন
সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার ইউনিয়নের রাজনপুর এলাকায় গভীর রাতে রাস্তার পাশে মাটিতে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক (ছেলে) উদ্ধার করা হয়েছে।
কৈতক এলাকার বাসিন্দা শিহাব উদ্দিন জানান, রাস্তার পাশে ওই নবজাতকের কান্নার আওয়াজ শুনে এগিয়ে  কাপড়ে মোড়ানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন ফুটফুটে এক নবজাতক। তিনি তাৎক্ষনিক এলাকার লোকজনদের ডেকে এনে  নবজাতক ওই শিশুকে কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। নবজাতক শিশুটি পিঁপড়ার কামড়ে বেশ দূর্বল হয়ে পড়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ওই নবজাতকের মা-বাবার পরিচয় বা কোন সন্ধান পাওয়া যায়নি।
কৈতক হাসপাতালের (আরএমও) ডাঃ রেজাউল ইসলাম জানান, স্থানীয় লোকজন নবজাতককে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। নবজাতকের এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102