বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

আ’লীগ মাঠ ছাড়বে না, পাল্টা কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির পাল্টা কর্মসূচি হিসেবে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে কর্মসূচি ঘোষণা করে দলটি।

জানা যায়, সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী।

আওয়ামী লীগের যৌথ সভায় গৃহীত কর্মসূচিগুলো হলো-

২৩ সেপ্টেম্বর বায়তুল মোকারমের দক্ষিণ গেটে মহানগরের সমাবেশ। দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হবে। ২৫ সেপ্টেম্বর উত্তরা ও যাত্রাবাড়িতে সমাবেশ করবে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

২৬ কেরানিগঞ্জে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

২৭ সেপ্টেম্বর টঙ্গিতে গাজীপুর মহানগরের সমাবেশ। উত্তর ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

২৮ সেপ্টেম্বর দেশব্যাপী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে একই দিনে ঈদে মিলাদুন্নবীর দিন দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বাদ আসর।

২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। একই সঙ্গে সারাদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক হত্যার স্মরণে কৃষক সমাবেশ করবে কৃষক লীগ।

সভায় বিএনপির কর্মসূচির বিপরীতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে সতর্ক অবস্থানে থাকার বিষয়টি নির্দেশিত হয়।

এর আগে, সংসদ বিলুপ্ত ঘোষণা করে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার একদফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১৫ দিনের টানা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচির আওতায় রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে সমাবেশ ও রোড মার্চ করবে দলটি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102