শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনগণের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১ এই পর্যন্ত দেখেছেন

জনগণের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি। তারুণ্যের রোডমার্চে এমন কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা জনগণকে ক্ষমতায় আনতে চাই, আমাদের একটাই লক্ষ্য জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। যদি না শুনে তাহলে ফয়সালা রাজপথে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরের বাসস্ট্যান্ডের পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর বিএনপির কার্যালয়ের সামনে থেকে রোডমার্চ শুরু হয়, শেষ হবে দিনাজপুরে।

মির্জা ফখরুল বলেন, এই রোডমার্চের উদ্দেশ্য কি? এই রোড মার্চের উদ্দেশ্য হলো- বাংলাদেশের মানুষ যে কষ্ট আছে, তারা যেন সে কথা বলতে পারে। আমাদের উদ্দেশ্য একটাই, জনগণ সঙ্গে নিয়ে আমরা আগের মত ভোট করতে দিবো না।

মির্জা ফখরুল শ্রমিকদের কাছে জানতে চান, আপনারা কি ভালো আছেন? তখন তারা বলেন না। ফখরুল আবার বলেন, কারণ হলো সরকার সব ঘুষ, দুর্নীতি করে টাকা পাচার করে দিয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ করে ফেলছে।

তারুণ্যের রোডমার্চে নেতাকর্মীরা

তিনি বলেন, আপনারা এই সরকারের অধীনে নির্বাচন করতে চান? নেতাকর্মীরা বলেন, না। তাহলে রাস্তায় নামতে হবে আপনাদের। প্রতিবাদ করতে হবে।

শনিবার বেলা ১১টা ২০ মিনিটে রংপুর দলীয় কার্যলয়ের সামনে থেকে শুরু হয় রোডমার্চ। দিনাজপুর গিয়ে শেষ হবে প্রথম দিনের এ কর্মসূচি। পথে বেশ কয়েকটি পথসভা হয়।

শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সমাপ্তির সভাপতিত্ব করবেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। সঞ্চালনা করেন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102