শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

২০২৪ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

ইসলাম ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯ এই পর্যন্ত দেখেছেন

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা আগামী ২০২৪ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ছয় মাস বাকি। ইসলামি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, এখন সফর মাস। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা এবং মহাকাশ গবেষণা সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের মতে, জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর সফর মাস শেষ হতে পারে। এরপর থেকে রবিউল আউয়াল মাস।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হতে পারে এবং ঈদুল ফিতর হতে পারে ১০ এপ্রিল। তবে সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

চলতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২৩ মার্চ। আর ঈদুল ফিতর উদযাপিত হয় ২১ এপ্রিল। অপরদিকে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোত ২৪ মার্চ রোজা এবং ২২ এপ্রিল ঈদ পালন করা হয়েছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102