রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

নওগাঁর

নওগাঁর বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় নিহত এক

মোঃ ফারুক হোসেন, বদলাগাছি
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

নওগাঁর বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় নিহত এক অজ্ঞাত ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টা ৩০মিনিটে বদলগাছী পত্নীতলা আঞ্চলিক সড়কের চাকরাইল মৌজার পয়নারী নামক এলাকায় আল মামুন ফিড মিল হতে ২ শত গজ পূর্বে বদলগাছী থেকে পত্নীতলা গামী অজ্ঞাত নামা একটি গাড়ি এই পথচারীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনা স্থলেই তিনি মৃত্যুবরণ করেন। রাস্তার ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাথে সাথে বদলগাছী থানায় বিষয়টি জানালে থানা পুলিশের এসে ঘটনাস্থলে সুরুতহাল রিপোর্ট করে নিহতের লাশ থানায় নিয়ে আসে।

থানা পুলিশ আরও জানায়, নিহত ব‍্যক্তির গায়ে জামা ছিলো না। নিহতের কাছ থেকে পলেথিনের মধ্যে কিছু খুচরা টাকা উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুঃ ৫৫বছর। নিহত ব‍্যক্তির পরিচয় সনাক্ত করতে বিভিন্ন যায়গায় খোঁজ চলছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘঠনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পোস্টমর্টেমের জন‍্য নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব‍্যপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102