বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২২ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ১৫ মৃত্যু, হাসপাতালে ২৯৪৪

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২ এই পর্যন্ত দেখেছেন

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ১৫ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে ঢাকায় ৬ জন ও ঢাকার বাইরে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একইসময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৪৪ জন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৪৪ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল দুই হাজার ৯৫৬। নতুন ১৫ জনসহ চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৭৬৭ জনের।

২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৯৫৬ জন। আক্রান্তদের মধ্যে ৯০২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং দুই হাজার ৫৪ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৮৮ জনে। এরমধ্যে ঢাকায় চার হাজার ১৩৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন পাঁচ হাজার ৮৫১ জন।

চলতি বছরে এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৭ হাজার ১৭২ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৪১৭ জন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102