কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করে লোকনৃত্য প্রথম স্থান অর্জন করেছে শ্রীমঙ্গলের চা কন্যা অর্পিতা। অর্পিতা তাঁতী অনন্যা “খ” বিভাগে প্রথম হয়ে এই কৃতিত্বের স্বাক্ষর রাখে।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট চা বাগানের চা শ্রমিক অজয় তাঁতী চা কন্যা অর্পিতা তাঁতীর গর্বীত পিতা। সে তার বাবার মেঝ কন্যা। তার বড়বোন অন্তরা তাঁতী সঙ্গীতের সাথে জড়িত, সেও গানের শিক্ষার্থী।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অর্পিতা তাঁতী অনন্যা। মাত্র পাঁচ বছর বয়সে তার নাচে হাতেখড়ি। শুরু থেকেই সে শ্রীমঙ্গলের প্রতিষ্ঠান নৃত্যশালায় সে নৃত্যে প্রশিক্ষণ গ্রহণ করে। বড়বোন অন্তরা তাঁতী এসএসসিতে জিপিএ প্রাপ্ত। বর্তমানে সে শ্রীমঙ্গল সরকারি মহাবিদ্যালয়ে অধ্যয়নরত। নিজের সাধনা, বাবা-মা ও বোনের অনুপ্রেরণা এবং নাচের শিক্ষক অনিন্দ্রিতা দাশ গুপ্তা প্রীমার সহযোগিতায় জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্ধিতা করেই লোকনৃত্যে ‘খ’ বিভাগে প্রথম স্থান অর্জন করলো অর্পিতা। আগামী ৩০ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় বিজয়ীদের হাতে শিশু-কিশোর পদক তুলে দেওয়া হবে।
অর্পিতা তাঁতী অনন্যা এর আগে দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতায় লোকনৃত্য ‘খ’ বিভাগে সেরা শিল্পীর পুরস্কার লাভ করে এবং জাতীয় শিক্ষা সপ্তাহ জেলা পর্যায়ে লোকনৃত্য প্রতিযোগীতায় (ক-গ্রুপে) সেরা বিজয়ী হয়।
অর্পিতার বড় বোন অন্তরা তাঁতী বলেন, আমরা খুব খুশি, আমার ছোটবোন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় পর্যায়ে লোকনৃত্যে ‘খ’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। অর্পিতা এতো দূর এগিয়ে যাবে তা আমরা ভাবতেও পারিনি। আমরা চা বাগানের লোক। কিন্তু চা বাগান থেকে গিয়ে সে যে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে, সে অনুভূতি কিভাবে প্রকাশ করি। আমি নিজে গান করি আর সে নাচ করে। ছোট বেলা থেকে মা বাবার উৎসাহ ও তাদের অনেক শ্রম রয়েছে এ সাফল্যের পেছনে।
নিউজ /এমএসএম