বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

জাতীয় সংসদ অধিবেশনে মোস্তাফা জব্বার

৫ অপারেটরের কাছে সরকারের পাওনা ৭৬৯২.৬৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ এই পর্যন্ত দেখেছেন

দেশের ৫ টি মোবাইল মোবাইল অপারেটর কোম্পানির মোট বকেয়ার পরিমাণ ৭ হাজার ৬৯২ কোটি ৬৭ লাখ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এমপি মো. শহীদুজ্জামান সরবারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

এ বিষয়ে জব্বার বলেন, বর্তমানে দেশে ৪টি মোবাইল কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে। ২০২২-২৩ অর্থ বছরে উক্ত মোবাইল অপারেটর গুলি সরকারকে ৩ হাজার ১৭৮ কোটি ৯১ লাখ টাকা রাজস্ব পরিশোধ করেছে। এছাড়া, বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে সংরক্ষিত সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে-মোবাইল অপারেটরগুলির কাছে বকেয়ার পরিমাণ ৭ হাজার ৬৯২ কোটি৬৭ লাখ টাকা।
এর মধ্যে সবচেয়ে বেশী বকেয়ার রয়েছে গ্রামীন ফোনের কাছে ৬ হাজার ১০১ কোটি ৮১ লাখ টাকা। ২য় স্থানে রয়েছে বাংলা লিংক ৮৮০ কোটি ১৫ লাখ টাকা, রবি আজিয়াটার বকেয়ার পরিমাণ ৫৩৯ কোটি ৭৬ লাখ টাকা এবং সিটিসেলের কাছে ১৭০ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়া টেলিটকের কাছে বকেয়া হয়েছে ১২৭ কোটি ৩৬ লাখ টাকা।

উল্লেখ্য, টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ৩জি স্পেকট্রাম এসাইনমেন্ট ফি বাবদ ১ হাজার ৫৮৫দশমিক ৯৩ কোটি টাকা ইক্যুইটিতে কনভার্সনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। তৎপ্রেক্ষিতে, অর্থ মন্ত্রণালয় হতে অদ্যাবধি কোনো নির্দেশনা পাওয়া যায়নি এবং স্পেকট্রাম চার্জ বাবদ ৩০ কোটি ২০ লাখ টাকা রেভিনিউ শেয়ার বাবদ ৪৩ কোটি ৮১ লাখ ও এসওএফ বাবদ বকেয়া ৪৭ কোটি ৩৫ লাখ টাকাসহ মোট ১২৭ কোটি ৩৬ কোটি টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102