বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

রাজধানীতে বজ্রসহ বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ এই পর্যন্ত দেখেছেন

আজ সোমবার সকাল থেকে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি। এর কারণে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা দেখা যায় আর সৃষ্টি হচ্ছে যানজট তাই ভোগান্তীর পথে সাধারন মানুষ। টানা বৃষ্টির কারণে গনপরিবহন কম দেখা যায় এর জন্য অনেকেই সময়মতো অফিস পৌছাতে পারছেনা। সময়মতো অফিস ধরতে ব্যবহার করছে বিকল্প পদ্ধতি। কেউ সিএনজি নিচ্ছে কেই আবার রিকশায় যাচ্ছে কেউ কেউ আবার হেঁটেই রওনা দিয়েছেন।

সায়দাবোদ থেকে পল্টন যাওয়া এক অফিসগামী লোকের সঙ্গে কথো বললে তিনি বলেন, পল্টন যাওয়ার জন্য প্রায় ৪০ মিনিট ধরে অপেক্ষা করছি । কিন্তু বাসে অতিরিক্ত থাকায় উঠতে পারছিনা। আরেকটু অপেক্ষা করব যদি না পাই তাহলে সিএনজি বা রিকশায় চলে যাব।

এদিতে গুলিস্তান থেকে ধানমান্ডি যাওয়া এক বেসরকারী চাকুরীজীবির সঙ্গে কথা বললে তিনি বলেন, আমি ১ ঘণ্টা দাড়িয়ে থেকে একটা বাস পেয়েছি। কিন্তু যানজটের কারণে বাসে বসে থাকতে হচ্ছে। নেমে যে রিকশা বা সিএন জি নিবো তারা বৃষ্টি আর যানজটের কারণে অতিরিক্ত ভাড়া দাবি করছে তাই বাধ্য হয়ে এভাবেই যেতে হচ্ছে।

মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় হওয়ায় সোমবার সারাদেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রোববার দেশের দশ জেলায় ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার তাপমাত্রা কমে কোনো কোনো জেলা থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়ছে সংস্থাটি।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রংপুরে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলে মৃদু তাপপ্রবাহ। বৃষ্টি কমে যাওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছে মানুষ।

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে খুবই সামান্য বৃষ্টি হয়েছে। এসময়ে সবচেয়ে বেশি ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী এবং ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলেও জানান তিনি। মঙ্গল ও বুধবার (১২ ও ১৩ সেপ্টেম্বর) বৃষ্টির প্রবণতা কমতে পারে। বুধবার দিনের তাপমাত্রা ফের বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর এবং ঢাকা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102