রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

দুই শিশুসহ ৩জনের মৃত্যু, কোমায় মা

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃটিশ-বাংলাদেশি পরিবার

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যের লেস্টারে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে এক বাংলাদেশি পরিবার। দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে কোমায় রয়েছেন শিশু দুটির মা।

শুক্রবার বিকালে লেস্টার ও নানিটনের মধ্যবর্তী হিঙ্কলি বারবেজ এলাকায় পণ্যবাহী একটি লরির সাথে তাদের বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, আলমগীর হোসেন সাজু (৩০), তার দুই শিশু সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)। এছাড়া মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে কোমায় রয়েছেন দুই শিশুর মা। নিহত আলমগীরের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যের বার্মিংহামে। বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা আলমগীর একজন ব্যবসায়ী। তার পিতার নাম আবদুল কালাম।

আলমগীরের দাদারবাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামে। তার দাদার নাম হাজী আকরাম উল্লাহ।

নিহত আলমগীরের চাচা ফরিদ জানান, শুক্রবার পরিবার নিয়ে একটি ডে ট্রিপে তারা লেস্টার গিয়েছিলেন। ফেরার পথে হিঙ্কলী এলাকায় একটি লরির সাথে সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাদের বহনকারী কারটি সম্পূর্ণ ধুমড়ে-মুচড়ে যায়।

এদিকে দুই সন্তানসহ তরুণ ব্যবসায়ী আলমগীরের মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে ওয়ালসালে। পারিবারিকভাবে অত্যন্ত সুপরিচিত হওয়ায় ওয়ালসালে বসবাসকারী বাংলাদেশিসহ এশিয়ান কমিউনিটিতে বিরাজ করছে শোকের পরিবেশ।

এই ঘটনায় তদন্ত ইউনিটের গোয়েন্দা কনস্টেবল আনা অ্যান্ড্রু সংবাদ মাধ্যমকে বলেছেন: এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। যারা তাদের জীবন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করছি। আমরা নিহতদের পরিবারকে পূর্ণ সহায়তা প্রদান অব্যাহত রাখব এবং সংঘর্ষের তদন্তের জন্য যা ঘটেছে তার সম্পূর্ণ পরিস্থিতি অনুসন্ধান করব। পাশাপাশি এমন মর্মান্তিক ও যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে যারা সাহায্যের জন্য সাড়া দিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102