রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে চা বাগান কর্মীদের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময়

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৩ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গল থানা পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত শ্রীমঙ্গলের চা বাগানের শ্রমিকদের সাথে মৌলভীবাজার জেলা পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা বাগান ও ভ্যালীর চা শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার  মনজুর রহমান, পিপিএম-বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, ০৭ নং রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, ০৮ নং কালীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, ৯ নং সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাকু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কর্ণ তাতী প্রমূখ।

সাধারণ চা শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখবেন ফুলছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি জগবন্দু রায়, রাজঘাট চা বাগান পঞ্চায়েত সভাপতি পলাশ তাতী, মাজদিহি চা বাগান পঞ্চায়তের সহ-সভাপতি সনতকিয়া যায়, ভুরভুরিয়া চা বাগানের চা শ্রমিক সনিয়া দাশ ও স্বাধীন চাষা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102