বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫২ পূর্বাহ্ন

জয়া হলেন পুলিশ!

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩ এই পর্যন্ত দেখেছেন

জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী জয়া আহসান। নিজের পোশাক ও সাজ সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। নিজের অভিনয় ক্যারিয়ারে অনেক চরিত্রেই অভিনয় করেছেন জয়া। তবে এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন পুলিশের চরিত্রে। সৃজিত মুখার্জি পরিচালিত‘দশম অবতার’সিনেমায় তাকে পুলিশের পোশাকে দেখা যাবে।

এ সিনেমার মাধ্যমে সৃজিতের সঙ্গে পাঁচ বছর পর আবারও কাজ করেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। ইতোমধ্যে সিনেমাটির টিজারও প্রকাশ হয়েছে। সেখানে টিজারে কালো পোশাকের ওপর মেরুন ব্লেজার পরা অবস্থায় দেখা যায় তাকে। সোফায় বসে কারও দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এবার জয়াকে পুলিশ রূপেই হাজির করছেন সৃজিত। সিনেমাটির কাজও প্রায়ই শেষের পথে। চলতি বছরের দুর্গাপূজায় এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

পুলিশ হলেন জয়া আহসান!

 

এর আগে ২০১৮ সালে সৃজিতের পরিচালনায় কাজ করেছিলেন জয়া আহসান। সেই সিনেমার নাম ‘এক যে ছিল রাজা’। ওই সময়ে তাদের মধ্যে প্রেম নিয়েও গুঞ্জন ছিল টলিপাড়ায়। সেসব ঝেড়ে ফেলে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে আলাদা পথে এগিয়েছেন দুজন। এ বছর কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102