হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীকুটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রুমেল মিয়া (৪০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যজন মধ্যবয়সী নারী এবং তার নাম-পরিচয় জানা যায়নি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক জানান, নতুন ব্রিজ-চুনারুঘাট সড়কে হঠাৎ করেই দুদিক থেকে আসা অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
এছাড়াও গুরুতর আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী বলেও জানান ওসি রাশেদুল।