বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন

চুনারুঘাটে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২

চুনারুঘাট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীকুটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রুমেল মিয়া (৪০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যজন মধ্যবয়সী নারী এবং তার নাম-পরিচয় জানা যায়নি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক জানান, নতুন ব্রিজ-চুনারুঘাট সড়কে হঠাৎ করেই দুদিক থেকে আসা অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
এছাড়াও গুরুতর আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী বলেও জানান ওসি রাশেদুল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102