সোমবার, ২৩ জুন ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

যারা ‌‘জাওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন: নিপুণ

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

সারাদেশে মুক্তি পেয়েছে নিপুণ অভিনীত সিনেমা ‌‘সুজন মাঝি’। এর মাধ্যমে চলতি বছর আবারো বড়পর্দায় এলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

শুক্রবার মুক্তিপ্রাপ্ত সিনেমায় দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ।

‌‘সুজন মাঝি’ মুক্তির আগের দিন বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউডের ‘জাওয়ান’। আর এ নিয়ে আলোচনার কোনো কমতি নেই।

তবে এই আলোচনায় ‌‘সুজন মাঝি’ সিনেমাটি দর্শক কতটা গ্রহণ করবে সেই প্রসঙ্গে নিপুণ গণমাধ্যমকে বলেন, ‌দর্শক শুধু যে এক ধরনের সিনেমা দেখবে তা কিন্তু নয়। এর আগেও আমাদের দেশের হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে, এতে কিন্তু বাংলা সিনেমার দর্শক কমে গেছে তা কিন্তু নয়।

তিনি আরও বলেন, এবারের চ্যালেঞ্জটা ভারতের সঙ্গেই আমাদের এখানে সিনেমাটি মুক্তি পাচ্ছে। তবে আমার মনে হয় যারা ‌‘জাওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন। এটি এমন একটি সিনেমা যেখানে আমাদের অপূর্ব বাংলাকে দেখা যাবে। ‌‘সুজন মাঝি’ নিজ গুণে দর্শক পাবে, সেটি বিশ্বাস করি।

জানা গেছে, সারাদেশে ১৯টি প্রেক্ষাগৃহে শুক্রবার (৮ সেপ্টেম্বর) মুক্তি পাবে ‌‘সুজন মাঝি’। সিনেমার কাহিনী, সংলাপ চিত্রনাট্য ও গান রচনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু নিজে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102