শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কোনো চাপ নেই: আইজিপি

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ এই পর্যন্ত দেখেছেন
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে আন্তর্জাতিক কোনো চাপ নেই। নির্বাচনকে সামনে রেখে যেকোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। সন্ত্রাস বা কোন অরাজকতা পরিস্থিতি যদি তৈরি হয় তা প্রতিহত করতে পুলিশের সক্ষমতা রয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে একথা কথা বলেন তিনি।
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে এ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। একসময় এদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের হুলিখেলা চলছিল। পুলিশ তা নিয়ন্ত্রণে এনেছে। দেশে যে অরাজক পরিস্থিতি ছিল তা থেকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে এনেছে।
এর আগে আইজিপিকে গার্ড অব অনার প্রদান করে হবিগন্জ
জেলা পুলিশ। পরে আইজিপি পুলিশ সুপারের কার্যালয়ে সামনে বৃক্ষ রোপণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102